Sketchware Pro Latest Version Apk Download (All Error Fixed)

 আসসালামু আলাইকুম বন্ধুরা। আসা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের Sketchware নিয়ে কথা বলবো। এবং কিভাবে ডাউনলোড করবেন তা দেখাবো। তো চলুন শুরু করা যাক।




তো প্রথমে আমরা জানবো Sketchware কি?

Sketchware হলো একটি এ্যাপস তৈরি করার মাধ্যম যেটি দিয়ে আমর অনেক রকম এ্যাপস বানাতে পারি তাও আবার মনের মতো করে। আমরা আগে ওয়েবসাইট দিয়ে এ্যাপস বানানোর কথা বলছিলাম। তো আমার মতে এইটায় বেস্ট সহজ। আর এইটা একটি এ্যাপস।


Sketchware কি মোবাইলে চলে?

হ্যা Sketchware মোবাইলে চলে। এটা মোবাইল এ্যাপস যাদের কম্পিউটার নাই মুলত তারাই এইটা ইউজ করে। আর এইটা ইউজ করত তেমন কোডিং লাগে না। কোনো যোগ্যতা ছাড়াই এ্যাপস বানানো সম্ভব। তো তার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করবেন। Sketchware নিয়ে অনেক Tutorial আছে আমার চ্যানেলে।


How Do Download Sketchware Pro Apk?

Sketchware pro apk টা ডাউনলোড করার জন্য জন্য ২ টি Version দিছি। তো ২ টার মধ্যে যেইটা মন সেইটা Use করতে পারেন। 


Sketchware pro MiniAPI21  v6.4.0-rc04 Download Link-

তো এইটা ডাউনলোড করার জন্য  Click করুন। তারপর নিচে দেখতে পাবেন। প্রথম যেইটা থাকবে সেইটা দিবেন। মানে ৮৪ এমবির ফাইলটা ডাউনলোড করবেন। এই Version টায় Aab support করে।


Sketchware pro latest version MiniAPI21  v6.4.0-rc05 Download:

এইটা ডাউনলোড করার জন্য  Click করুন। তারপর নিচে দেখতে পাবেন। প্রথম যেইটা থাকবে সেইটা দিবেন। মানে ৮৪ এমবির ফাইলটা ডাউনলোড করবেন। এই Version টায়ও Aab support করে। এইটা ভার্সন হলো শেষ ভার্সন মানে Latest তো এইটাও Use করতে পারো।


Error Problem? 

আমরা অনেক এ অনেক Version খুঁজেছি কিন্তু সব গুলোয় Error থাকে। তো আমার দেওয়া Version ২ টায় কোনে রকম Error আসবে না। তবে প্রোজেক্ট গুলো রান করতে যদি কোনো Problem হয় বা কোনো গন্ডগোল হয় তাহলে অবশ্যই ইরোর আসবে।


তো আজকের মতো এই পযর্ন্তই যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবসক্রাইব করেন নাই নিচে লিংক দিছি সাবসক্রাইব করে পাশে থাকা বেল বাটন টি অন করে দিন।  তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ।


আমার ইউটিউব চ্যানেল

আমার ফেসবুক পেজ

আমার টেলিগ্রাম চ্যানেল

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url