Phone এর Password ভুলে গেলে কি করবো? (দেখে নিন)

 আসসালামু আলাইকুম বন্ধুরা। আসা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল ফোনের লক ভুলে গেলে ঠিক করবেন। তো যে কোনো রকমের লক করা থাকলে পাসওয়ার্ড ছাড়াই মোবাইল খুলবেন। তো চলুন শুরু করা যাক-



তো প্রথমে আমরা জানবো এইটা কিভাবে ঠিক করবো। এইটা ঠিক করতে গেলে মোবাইল ফোন Flash মারতে হবে। 

মোবাইল ফোন Flash কি?

মোবাইল ফোন Flash হচ্ছে মোবাইল ফোন যখন আমরা নতুন কিনি। তো ফ্লাশ মারলে ঠিক নতুনের মতো হবে ফোন। মানে সব এ্যাপস ডিলিট হবে। ফোন মেমোরি তে থাকা সকল ফাইল ডিলিট হয়ে যাবে। তখন আপনাকে নতুন করে সব কিছু ইনস্টল করতে হবে।

কিভাবে Flash মারবো?

তো মোবাইল টিকে Flash মারতে আপনাকে প্রথমে মোবাইল টিকে power off করতে হবে। তারপর Volume বাটন আর power button চেপে ধরতে হবে। একসাথে চেপে ধরতে হবে। ধরে ১ মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তো তারপর দেখতে পাবেন কয়েক টা Option তো আপনার পছন্দ মতো অপশন গুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য volume button আর Click korar jonno power button এ ক্লিক করবেন। তারপর আপনার নাম।  ইমেইল,ভাষা সিলেক্ট করে সব গুলো নিজের মতে করে দিবেন।তারপর সেটিং এ গিয়ে আবার নতুন পাসওয়ার্ড দিবেন। 

ফোন flash মারলে কি কি সমস্যা হবে?

আমরা যদি ফোন Flash মারি তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।যেমন- সব এ্যাপস আবার আপডেট দিতে হবে,এ্যাপস গুলো নতুন করে ইনস্টল দিতে হবে,ফেসবুক বা অন্য এ্যাকাউন্ট লগিন করতে হবে,জিমেইল ও লগিন করতে হবে। মানে মোবাইল ফোনটি নতুন থাকতে যা করেছিলাম সেইরকম করতে হবে।


মোবাইল ফোন flash মারলে কি কি সুবিধা হবে?

মোবাইল ফোন flash মারলে আপনার ফোনটি একেবারে নতুনের মতো হবে। সব কিছু নতুনের মতো কাজ করবে। 


সব কিছু ডিলিট হয়ে গেলে কি করবো?

phone memory তে কোনো কিছু থাকলে অবশ্যই SD কার্ডে রাখতে হবে। আর এ্যাপস গুলো backup করে মেমোরি তে রাখতে হবে যাতে করে আবার সেইগুলো পরে ইনস্টল করতে পারেন।আরো ভালো করে জানতে ইউটিউবে ভিডিও দেখতে হবে।

তো এইরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট টি।

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ।


ইউটিউব চ্যানেল

ফেসবুক পেজ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url