মোবাইলের ল্যাগ, হ্যাং সমস্যার সমাধান দেখুন

 আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও ভালোই আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলের ল্যাগ এবং হ্যাং সমস্যার সমাধান করবেন। তো চলুন শুরু করা যাক:-




প্রথমে আমরা জেনে নিবো ল্যাগ কি?

এটার উত্তর হচ্ছেঃ ল্যাগ হচ্ছে  মনে করেন আমরা গেম খেলি আবার অনেক রকম এ্যাপস ইন্সটল দেই। আমরা আমাদের ফোনটি দিয়ে অনেক রকম কাজ করি। ইন্টারনেট চালাই।  তো গেম বা এ্যাপস বা ইন্টারনেট যাই করেন না কেনো।  মাঝে মাঝে ফোন টা খুবই ধিরে কাজ করে। আবার আটকা আটকি করে।  খুব গরম হয়। এইটায় মুলত ল্যাগ।


হ্যাং কি?

হ্যাং ল্যাগের থেকে মারাত্মক। এটি মুলত বেশি এমবির গেম খেলা হলে ফোনটা একেবারে আটকে যায়। ফোনটা খুবই Slow কাজ করে।এটি ফোনের র্যাম এবং রোমের উপর ভিত্তি করে। আপনার র্যাম রোম যদি কম হয় আর আপনি যদি বেশি র্যাম রোম বেশি লাগবে এইরকম ভারি এ্যাপ বা গেম ইন্সটল দেন তাহলে এই সমস্যা টা হয়।আবার আগের ডিভাইস গুলোয় বেশি হ্যাং করে।


এইগুলো সমস্যা থেকে বাচার উপায়? 

এই সমস্যা থেকে বাচতে আমরা অনেকে play store থেকে phone cleaner,Ram cleaner এইগুলো এ্যাপ নামাই। আমরা মনে করি এইগুলো দিয়ে হয়ত ফোন ঠিক হবে। কিন্তু দেখা যায় এইগুলোর জন্য ফোন আরো কাজ করে না ল্যাগ দেয় হ্যাং করে। ভালো মতো ইন্টারনেট চালাতে পারি না। তো তাদের জন্য আমি সাজেস্ট করবো আপনারা প্রথমে Play Store এর সব এ্যাপ Update দেন। আপডেট দেওয়ার জন্য প্রথমে Play store এর account অপশন টায় ক্লিক করুন, তারপর Manage apps & device অপশন এ ক্লিক করে Manage বলে অপশন টা আছে ওইটায় ক্লিক করুন। তারপর আপডেট অপশন পেয়ে যাবেন। এখন এ্যাপস গুলো আপডেট দেওয়ার পর আরো ফোন ল্যাগ দিবে তবে কোনো সমস্যা নাই ১-২ দিনের মধ্যে ফোন ভালো কাজ করবে। আপডেট দিয়ে ফোনটা Restart, Reboot দিবেন।এখন আপনার ফোনের Setting option এ যান। তারপর About ফোন অপশন খুজে বের করুন। তারপর Build option a ৭ বার Click করুন। আপনার phone developer option চলে আসবে। তো এখন ব্যাক করে Developer option খুঁজে বের করুন। তারপর ওইটা অন করুন। এরপর নিচে দেখতে পাবেন Background process limit অপশন টায় no background process limit করে দিবেন৷ তারপর নিচের Screenshot গুলো ফলো করে সব সেটিং করুন।


এই ৩ টায় 5x করে দিন।


এইরকম করে।



তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url