কিভাবে মোবাইল দিয়ে এ্যাপস বানাবো কোডিং ছাড়া ( দেখুন)

 আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রোফেশনাল এ্যান্ডরোইড এ্যাপ বানাবেন তাও আবার মোবাইল দিয়ে কোডিং ছাড়া। তো এ্যাপস বানাতে ফুল পোস্ট পরুন।

কোডিং ছাড়া এ্যাপ বানার অনেক ওয়েবসাইট আছে। যেমনঃ appsgeyser, appcreator24, kodular সহ আরো অনেক। 




Appsgeyser এর বৈশিষ্ট্যঃ

Appsgeyser হলো একটি জনপ্রিয় এ্যাপ তৈরি করার ওয়েবসাইট। এটায় অনেক রকম এ্যাপ নানানো যায়।  কোনো কোডিং ছাড়া এ্যাপ বানিয়ে  Play store থেকে টাকা ইনকাম করা যায়। এতে আপনারা ফ্রী ফায়ার ুর জন্য VPN এ্যাপ ও বানাতে পারবেন। তো প্রথমে এই লিংকে ক্লিক করুন। তারপর Continue With Google এইটায় ক্লিক করলে এ্যাকাউন্ট খুলা হয়ে যাবে।এখন এ্যাকাউন্ট খোলা হয়ে গেলে নিজের পছন্দ মত এ্যাপ সিলেক্ট করো নাম আর লগো দিয়ে Next এ ক্লিক করলেই হলো।

Appsgeyser সুবিধাঃ

এই ওয়েবসাইট দিয়ে অনেক রকম এ্যাপ বানানো যায়। তাও আবার ফুল হাই কোয়ালিটি। কোডিং ছাড়া এ্যাপ বলে মনেই হবে না।

Appsgeyser অসুবিধাঃ

 Appsgeyser যেমন সুবিধা তেমন অসুবিধাও আছে। সব থেকে বড় অসুবিধা হলো এটায় এ্যাডস লাগানো যায়না। এ্যাডস লাগাতে গেলে টাকা খরচ করতে হয়। আর এ্যাডস না লাগালে তো আপনার ইনকাম হলো না। তাই এইটা বড় অসুবিধা। বিস্তারিত জানতে ইউটিউবে সার্চ দিন।


App Creator 24 এর বৈশিষ্ট্যঃ

App Creator ও একটি এ্যাপস ম্যাকিং ওয়েবসাইট। এটী মাধ্যমে আপনি অনেক রকম  এ্যাপস আর গেম বানাতে পারবেন।  এটা  আগের থেকেও ভালো একটি ওয়েবসাইট। এই লিংকে ক্লিক করে Sign Up বাটনে ক্লিক করুন। তারপর তথ্য গুলো দিয়ে লগিন করুন। তারপর নিজের মতো করে এ্যাপ সিলেক্ট করে এ্যাপ বানান। এখানে আপনারা TV app, WebView app, Quiz app, Chating App,  Audio App সহ ইত্যাদি এ্যাপ বানাতে পারবেন।


App Creator এর সুবিধাঃ

এখানে অনেক রকম এ্যাডস নেটওয়ার্ক পাবেন। নিজের মতো করে এ্যাডস লাগান আর টাকা ইনকাম করেন। আবার এখানে গেম বানানো যায়। অনেক এ্যাপ আর গেম বানাতে পারবেন।

App Creator এর অসুবিধাঃ

এখানে হাই কোয়ালিটি এ্যাপ বানাতে পারবেন না। বিস্তারিত জানতে ইউটিউবে সার্চ দিন।


Kodular এর বৈশিষ্ট্যঃ

Kodular সব থেকে বেস্ট একটি ওয়েবসাইট। এইটা দিয়ে প্রায় সব রকম এ্যাপস বানাতে পারবেন।  তো এইটায় আপনারা এ্যাপ বানিয়ে প্রোজেক্ট টা ব্যাকাপ করে অন্য জন কে দিতে পারবেন। তাহলে তারাও এইরকম এ্যাপ বানাতে পারবে। 

Kodular এর সুবিধাঃ

এখানে সকল প্রকার এ্যাপ বানাতে পারবেন। আর এটা হবে ফুল Android Studio এর মতো মানে কোডিং করা এ্যাপের মতো।

Kodular এর অসুবিধাঃ

এখানে এখন বেশির ভাগ প্রেজেক্ট import করতে টাকা লাগে। এবং এটা আগের গুলোর মতো সহজ না। বিস্তারিত জানতে ইউটিউবে সার্চ করুন।


তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url