Startapp Banner And Interstitial Ads In Sketchware (Bangla Tutorial)
আসসালামু আলাইকুম বন্ধুরা। আসা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে Sketchware banner এবং Interstitial ads লাগাবেন। শিখার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।
১। প্রথমে আপনাদের Sketchware Pro এ্যাপটি ওপেন করতে হবে। তারপর New Project Create করুন। বা যেই এ্যাপে Ads লাগাতে চান সেইটা Select করুন।
২। এবার একটি Scroll(V) নিন। এখন width টা match_parent করুন। তারপর Padding এ 0 করে দিন।


৩। এবার একটি Linear(H) নিন। এবং এটায় Height টা Match_parent করুন। তারপর Padding টায় 0 করে দিন।


৪। এবার একটি Linear(V) নিন। এবং এটায়ও Width টায় match_parent করুন।
৫। এখন আপনাদের কিছু Linear(H) নিতে হবে।যততি ব্যানার এ্যাডস লাগাবেন ততটি Linear(H) নিবেন।

সাথে Interstitial Ads এর জন্য একটি Button নিবেন।
৬।এবার আপনাদের যাইতে হবে Three dot option এ।

এবার এখানে Appcombat and design টা On করে দিতে হবে।
৭। এখন যাইতে হবে Permission এ।


এখন এখানে network লিখে সার্চ করুন। এবং এই ২ টায় টিক চিহ্ন দিন।
তারপর আবার সার্চ দিন internet লিখে।

এখন এইটায় ও সিলেক্ট করুন।
৮। পোস্টের নিচে একটি txt file দিবো। ক্লিক করে ডাউনলোড করে নিবেন। এখন আপনাদের AndroidManifest এ যেতে হবে তারপর App Component এ।



এখানে একটি কোড দিতে হবে। সেটা Txt file টায় পাবেন। তো txt file টা ওপেন করুন।

এই কোডটা copy করে ওখানে past করে দিন।

এখন Save করে দিন।
৯। এবার Local Library এর কাজ। এখন লাগবে Startapp Sdk তার জন্য আবার txt file টা Open করুন।
এই লিংক টা Copy করে একটা Browser এ Past করে দিন। তারপর Sdk টা Download করুন।
এখন Sdk টা Unzip করুন Zarchiver App দিয়ে।
১০। এখন এইটা কপি বা কাট করে।.Sketchware>libs>local_libs এ গিয়ে past করে দিন।




১১। এখন Sketchware এ Local Library তে গিয়ে Startapp sdk টা Select করুন।

১২। এখন Event এ গিয়ে + icon click করে Import টা Add করে নিবেন।


এখন এখানে Operator এ গিয়ে add source directly ৩ টা নিবেন।

তারপর এখানে কোড দিতে হবে।তার জন্য আবার txt file টি ওপেন করুন।

এখানে একটি করে কোড কপি করে ৩ টাতে ৩ টি কোড দিতে হবে ঠিক এইরকম।
১৩। এবার একটা json file লাগবে। Startapp json file টির লিংক দিছি পোস্টের শেষে।ওইটা Block manager a import করুন। নিচের Screenshot গুলো ফলো করুন।









